বুধবার ২৬ জুলাই ২০২৩ - ০৯:৫৪
হুজ্জাতুল ইসলাম জনাব মওলানা আসাদ রেজা সাহেব

হাওজা / ১৪৪৫-হিজরীর ৭-ম মজলিশ এই প্রথম বার আসামের ধুবড়ী জেলায় পালিত হলো।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, "আহলে বাইত (আঃ) জেলা সফর" কমিটির বিশেষ উদ্যোগে ১৪৪৫ হিজরীর ৭-ম চাঁদের শোক মজলিস পালিত হয় ।

৭ মহরম দুপুরবেলা আসামের ধুবড়ী জেলার আলমগন্জ চান্দের গাওঁ এলাকায় জনাব ইনছুর আলী সাহেবের বাড়িতে শোক মজলিস পালন করা হয়, যেখানে গ্রামবাসী ছাড়াও বহু মানুষ উপস্থিত ছিল।

বিভিন্ন মসলকে বিভক্ত হয়ে থাকা আসামের মানুষকে ইমাম হুসাইন (আ.)এর শোকের মাধ্যমে ঐক্যের আলো জ্বালিয়ে সত্যের পয়গম দেন কলকাতা থেকে আগত হুজ্জাতুল ইসলাম জনাব মওলানা আসাদ রেজা সাহেব কিবলা।

আসমের অধিবাসী জনাব মেহবুব হাসান তালুকদার সাহেবের বিশেষ সহযোগিতা ও তার হার্দিক অনুপ্রেরণায় আমরা এই শোক মজলিসের আয়োজন করতে পেরেছি, যাতে আগামীদিনে পুরো আসামে আহলেবাইতের (আ.) নাজাতের তরীতে মানুষ আসতে পারে ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha